মোঃ রিয়াজুল ইষলাম :: রাপাল, বাহেরহাট।।
রামপাল অবহেলিত রয়ে গেল!! বেনাপোল টু মংলা রুটে ট্রেন চালু
দীর্ঘ প্রতিক্ষার পর আজ ১ জুন ২০২৪ থেকে বেনাপোল টু মংলা রুটে ট্রেন চালু হচ্ছে। কিন্তু রুপসা ব্রিজ পার হয়ে ট্রেনটি শুধু কাটাখালি ও চুলকাটিতে (যে দুইটি স্টেশনই বাগেরহাট সদর ও ফকিরহাট উপজেলায় অবস্থিত) যাত্রা বিরতি করবে মর্মে জানা যাচ্ছে। অর্থাৎ রামপাল উপজেলার মানুষ ট্রেন সার্ভিসের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ একটা দীর্ঘ এলাকা জুড়ে রামপালের উপর দিয়ে ট্রেন লাইন বয়ে গেছে। ট্রেনটি যদি ভাগা স্টেশনেও যাত্রা বিরতি করে তাহলে উজলকুড়, গৌরম্ভা, রাজনগর, রামপাল সদর, হুড়কা, বাইনতলা, বাঁশতলি, পেড়িখালি ইউনিয়ন তথা পুরো রামপাল উপজেলাবাসী বিশেষ করে রামপালের সাধারণ মানুষ অনেক উপকৃত হবে।
রামপালের সাধারণ মানুষের কথা বিবেচনা করে ভাগা স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি রামপালের জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও বিশিষ্ট ব্যক্তি যারা সরকারের দায়িত্বশীল পদে আছেন সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের অনুরোধ করছি।
Add Comment