ফয়লাহাট, রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে সাবেক যুবদল নেতা মরহুম আতিয়ার রহমান হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে মৎস্যঘের কেঁটে দখল চেষ্টা ও মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। মরহুম যুবদল নেতা আতিয়ার রহমানের স্ত্রী সুলতানা বেগম বাদী হয়ে প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার সোনাতুনিয়া গ্রামের মরহুম আতিয়ারের স্ত্রী সুলতানা বেগম স্বামীর রেখে যাওয়া জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করে আসছেন। ওই ঘেরের পাশে থাকা হত্যা মামলার আসামি একই এলাকার আ. মজিদ শেখের পুত্র অলিয়ার রহমান ও বাচ্চু শেখ এবং বারিক শেখের পুত্র তহিদ শেখ বৃহস্পতিবার সকালে মৎস্য ঘের কেটে নিজেদের ঘেরের সাথে মিশিয়ে দেয় এবং গাছপালা কেটে সাবাড় করে। এতে তার বিপুল পরিমাণ ক্ষতি হয়। সুলতানা বেগম অভিযোগ করেন তার স্বামী মার্ডারের ওই তিন জন আসামি মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয় ভীতি ও চাপ প্রয়োগ করে আসছ।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য অলিয়ার রহমান ও বাচ্চুর কাছে জানতে চাইলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন যে ও জমি আমাদের।
এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে একখানা অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য মানবাধিকার প্রতিষ্টান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর পক্ষ থেকে বাগেরহাটের এসপি এবং রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে দ্রুত তদন্ত করার জন্য জোর অনুরোধ করা হয়েছে।
Add Comment