রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥
রামপালে গণধর্ষণ কান্ডের ঘটনায় শনিবার দুপুরে ভিকটিম কিশোরী (১৬)’র ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আটক দু’জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল বাসার ও এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় রামপাল উপজেলার তেলিখালী গ্রামের মাদ্রাসা পড়–য়া জনৈক কিশোরী (১৬) প্রাইভেট পড়ে সন্ধ্যায় বাড়িতে ফিরছিল। এসময় ওই গ্রামের জিল্লুর রহমানের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী কুমলাই গ্রামের আজাহার শেখের পুত্র বিল্লাল শেখ (৪২), তার স্ত্রী লাবলী বেগম (৩৮) ও অজ্ঞাত পরিচয়ের নাজিম নামের এক ব্যক্তি ওই কিশোরী কে অপহরণ করে ভ্যান যোগে তুলে নিয়ে যায়। ওই রাতে তাকে মোংলার দিগরাজের বিদ্যারবাহন গ্রামের একটি ভাড়া বাসায় আটকে রেখে রাতভর গণধর্ষণ করে। বৃহস্পতিবার রাত ১১টায় কৌশলে ওই কিশোরী পালিয়ে গোনা ব্রীজ বাজার এলাকায় এলে স্থানীয় যুবলীগ নেতা শেখর তরফদার তাকে উদ্ধার করে থানায় খরব দেন।
পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে বিল্লাল ও তার স্ত্রী লাভলী বেগমকে আটক করে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে রামপাল থানার ওসি এম ডি তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।
Add Comment