নাসিমা খানম, স্টাফ রিপোর্টারঃ
পরিবেশবাদী, মানবাধিকার কর্মী, উর্দিয়মান রাজনৈতিক কর্মী ঢাকা উত্তর সিটির তুরাগ তুখোড় ছাত্রনেতা, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবী দলের তুরাগ থানার যুগ্ম আহবায়ক মেহেরী সরোয়ার ওহীকে অজ্ঞাত কয়েকজন মুখোঁশধারী হিজবুত তাহরিকের জঙ্গীগণ গত রাত আনুমানিক ৭.৪৫ মিনিটে আব্দুল্লাহপুর হয়ে নিজবাসায় যাবার প্রাককালে বাইক নিয়ে যাবার সময় গতি রোধ করে। তাঁকে বলা হয় তোর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোন ইসলামী আকিদা তোয়াক্কা না করে বেহায়া ও বেলেল্লাপনায় সক্রিয়ভাবে জড়িয়ে সমাজে সামাজিক মর্যাদা ক্ষুন্ন করছে।
Add Comment