ইসরাত সুলতানা, রামপাল প্রতিনিধি::
রামপালের গৌরম্ভা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সড়িয়ার ঘেরের মৎস্য খামারে ভূইফোড় সন্ত্রাসীগণ দখল করে এবং হামীম ফিস ফার্মের ৩০-৪০ লক্ষ টাকার মৎস্য লুট করে এবং জবর দখল করে।
উল্লেখ্য খুলনা শহরের স্বনাম ধন্য নারী উদ্যোক্তা মাহমুদা আক্তার মেসার্স হামীম ফিস ফার্মের একক মালিক ও দখলদার হিসেবে ব্যবসা করছিলেন। বিগত ২২.০৭.২০২১ইং তারিখে স্থানীয় একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হলে উল্লেখিত ভূঁইফোড় সন্ত্রাসীগণ ভয়ভীতি প্রদর্শণ করে। এ বিষয়ে স্থানীয় রামপাল থানায় একটি সাধারণ ডাইরী করতে গেরল দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা তদন্তের পর সাধারণ ডাইরী গ্রহণ করা হবে জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন সাধারণ ডাইরী লিপিবদ্ধ হইনি।
Add Comment