মানুষ মানুষের জন্য-আজ দুপুরে লাইলে রাজপথের মানুষের সীমাহীন কষ্টের কথা জানান সেভ দ্যা স্ট্রীট পিউপিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মানববাধিকার নেতা নবাব সালেহ আহমেদ। রাজপথের এ লড়াকু সৈনিকের আহবানে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্টান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর ব্যবস্থাপনায় ঢাকার বিভিন্ন স্থানে রান্না করা খাবার বিতরণ করা হয়।
রান্না করা খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্টান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর নির্বাহী প্রধান আলহাজ্ব লায়ন ড. মোজাহেদুল ইসলাম মুজাহিদ, সংস্থার যুগ্ম মহাসচিব লায়ন রেজাউল করিম সাগর, টাইগার নিউজের সম্পাদিকা শারমিন সুলতানা রূমা, সাংবাদিক মোঃ মিশারুল ইসলাম প্রমুখ।
ঢাকা বিভিন্ন স্থানে খাবার বিতরণ শেষে আলহাজ্ব লায়ন ড. মোজাহেদুল ইসলাম মুজাহিদ বলেন-এ রান্না করা খাবার বিতরণ একটি প্রতীকী মানবিক কাজ। সমাজের সকল শ্রেণীর বৃত্তশালীদের মানবিক কাজে এগিয়ে আসতে হবে। মানুষের পক্ষে অবস্থান নিতে হবে, অসহায়কে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। শতাব্দীর ভয়াবহতম কোভিড-১৯ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্যে প্রার্থনা করতে হবে-সাথে আমাদের সাধ্যানুযয়ী মানবিক কল্যাণে সব্বোর্চ চেষ্টা অব্যহত রাখতে হবে।
আসুন মানবতার পক্ষে এগিয়ে আসি। এটা সময়ের দাবী।







 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							


 
							 
							 
							 
							 
			 
			 
			 
			 
			

Add Comment