জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে নতুন উত্তাপ দেখা দিয়েছে রাজনীতিতে। গণ-আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতনের বার্ষিকীতে জুলাই সনদ ঘোষণা নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা চলছে। এ নিয়ে আছে টানাপড়েনও। অভ্যুত্থানের এক বছরের ব্যবধানে দলগুলোর মধ্যে বিভেদ বেড়েছে। নির্বাচনসহ নানা ইস্যুতে বাড়ছে দ্বন্দ্ব-বিতর্ক। এই সুযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সমর্থক গোষ্ঠী নানা অপপ্রচার ও গুজব ছড়িয়ে মাঠ গরম করছে। এই সময়ে তারা মাঠে নাশকতা করে বিশৃঙ্খলা তৈরি করতে পারে এমন তথ্য দেয়া হয়েছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। এজন্য সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। ২৯শে জুলাই থেকে ৫ই আগস্ট এই সময়ের মধ্যে নাশকতা হতে পারে বলে গোয়েন্দা তথ্য প্রকাশের পর এ নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে জনমনে। কেউ কেউ প্রশ্নও তুলেছেন এই সময়ে সরকারি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কেন এই উদ্বেগের তথ্য প্রকাশ করা হচ্ছে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ৫ই আগস্ট নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি সরকার দেখছে না।
Add Comment