জাতীয়

সিএইচআরএম’র একজন রত্নগর্ভা মা নাজমা হোসেন (রঃ) দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

নবাব সালেহ আহমদ ::

সিএইচআরএম’র একজন রত্নগর্ভা মা নাজমা হোসেন (রঃ) দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয় রাজধানী মতিঝিলের এলিট ভবনের ৫ম তলায় ইজাব ভিটির হল রূমে।  এতে সভাপতিত্ব করেন আন্তজাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট নির্বাহী প্রধান আলহাজ্ব ড. মোজাহেদুল ইসলাম মুজাহিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সংস্থার নির্াচিত ভাইস চেয়ারম্যান নারী নেত্রী আফরোজা সুলতানা,ভাইস চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান, ইন্টারন্যানাল বিষয়ক সম্পাদাক মোহাম্মদ ইসলাম,  সংস্থার মহাসচিব এম.এম মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব নবাব সালেহ আহমেদ, যুগ্ম মহাসচিব মুনিরুজ্জান বাবু, যুগ্ম মহাসচিব মোজাম্মেল হোসেন নাঈম, কুমিল্লা জেলা সভাপতি ইঞ্জিনিয়র মোঃ আবুল হাসেম প্রমুখ।

সংস্থার মহাসচিব এম.এম মিজানুর রহমান বলেন আমাদের সংস্থাকে আরো বেশী কল্যান মূলক কাজ করতে হবে।  যুগ্ম মহাসচিব নবাব সালেহ আহমেদ বলেন ‘‘কুল্লু নাফচীন জায়গাতুল মউত । মৃত্যের অবধারিত সেজন্য মরলে ইঞ্জিনিয়র মোঃ আনিসুর রহমানের মা অর্থ্যাৎ রত্নাগভা মা নাজমা হোসেন (রঃ) দুনিয়া এবং আখিরাতের কল্যান নিয়ে।

আন্তজাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট নির্বাহী প্রধান আলহাজ্ব ড. মোজাহেদুল ইসলাম মুজাহিদ বলেন-  

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১