জাতীয়

মেয়র পদে মনোনয়নপত্র কিনলেন তাবিথ-ইশরাক

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে বিএনপি থেকে তিনজন মনোনয়নপত্র কিনেছেন। আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য দুজন এবং দক্ষিণে একজন মনোনয়নপত্র কিনেছেন।

cropped-Neraa-1.jpg

আজ বেলা সাড়ে তিনটার পর ঢাকা উত্তরের জন্য মনোনয়নপত্র কেনেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন। বিকেল চারটার দিকে ঢাকা দক্ষিণের জন্য মনোনয়নপত্র কেনেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য আজ থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে বিএনপি। মনোনয়নপত্র কিনতে হচ্ছে ১০ হাজার টাকায়। তবে জমা দেওয়ার সময় অফেরতযোগ্য জামানত হিসেবে ১ লাখ টাকা জমা দিতে হবে।

এদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিন প্রার্থীই। ইভিএমে ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করে ইশরাক বলেন, ‘ইভিএম পরিচালনাকারীদের মধ্যে যেন দলের এজেন্ট নিয়োগ করার নতুন আইন করা হয়, সেই দাবি জানাচ্ছি।’ দলের মনোনয়নের ব্যাপারে আশাবাদী কি না, তা জানতে চাইলে ইশরাক সাংবাদিকদের বলেন, তিনি আশাবাদী। দলের উচ্চপর্যায় থেকে প্রস্তুতির নেওয়ার ইঙ্গিত পেয়েছেন। বিএনপি নতুন নেতৃত্ব তৈরি করতে চায় বলেও জানান তিনি।

গতকাল বুধবার থেকে বিএনপির নয়াপল্টন অফিসের উল্টো দিকে ভাসানী ভবন থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র বিক্রি হচ্ছে। গতকাল কিনেছেন ১৩৪ জন। আজ কিনেছেন প্রায় ১০০ জন প্রার্থী।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০