শীর্ষ সংবাদ

মুজাদ্দেদে জামান দাদা পীর রত্ন পেলেন-বিশ্বখ্যাত ভারতীয় চিকিৎসক

রাদিউল ইসলাম, সংবাদদাতা : ভারতীয় স্বাধীনতার সিপাহসালার ইসলামের প্রথম খলিফা হযরত আবুবকর সিদ্দিক (রা:)-এর বংশধর, ভারত বষে ইসলামী শরিয়াত, আহকাম, তাহজিব, তামাদুন ও ঈমান আকিদা তথা ইসলামের যাবতীয় আচারণ মুসিলম সমাজে সুপ্রতিষ্ঠার মহান মুজাদ্দেদে জামান দাদা পীর রত্ন পেলেন-বিশ্বখ্যাত ভারতীয় চিকিৎসক প্রফেসর ডাঃ প্রনেন্দুু রায় অপু । চিকিৎসক প্রফেসর ডাঃ প্রনেন্দুু রায় অপু চিকিৎসা ক্ষেত্রে অন্যবদ্য ভূমিকা, অসামান্য মানবিক গুনাবলী ও মানুষ ও পরিবেশের প্রতি সীমাহীন ভালবাসার কারণে ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ট আধ্যাত্মিকতার পাদপীট ফুরফুরা শরীফের এ পদক প্রাপ্ত হলেন।
চিকিৎসক প্রফেসর ডাঃ প্রনেন্দুু রায় অপু ভারতীয় জেনেসিস গ্রুপ অব কোম্পানী চেয়ারম্যান ও ব্যববস্থাপনা পরিচালক। তিনি কলকাতায় অবস্থান করেন। তিনি বাংলাদেশ সহ বিবিন্ন দেশের সরকারের গুরুত্ত্বপূর্ণ ব্যক্তিবগের অপারেশন ও স্বাস্থ্য সেবা প্রদান করেন। বিশেষ করে পৃথিবীর শ্রেষ্ট ম্যানগ্রোভ সুন্দরবনের ক্ষতিগ্রস্থ মানুষের বন্ধু হিসেবে নিজেকে নিয়োজিত রেখে ছেন।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০