সারাদেশ

মাইন বিস্ফোরণে’ রোহিঙ্গা কিশোর নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রেজু-আমতলী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ‘স্থল মাইন বিস্ফোরণে’ এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ২টায় এ ঘটনা ঘটে।

বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। নিহত ১৩ বছর বয়সী ওই কিশোরের নাম মোহাম্মদ জাবের (১৩)। সে কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ১-ডব্লিউ ক্যাম্পের ব্লক-ডি এর বাসিন্দা মো. এমদাদ হোসেনের ছেলে।

লে.কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ‘আজ শনিবার সকাল ৯টায় কয়েকজন রোহিঙ্গাকে কাঁধে কাপড়ে মোড়ানো একটি বস্তু আনতে দেখে তল্লাশি চালায় বিজিবি। এ সময় কাপড়ের ভেতরে একটি ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। নিহতের সহযোগীরা জানিয়েছে, মাইন বিস্ফোরণে ওই কিশোরের লাশ ক্ষত-বিক্ষত হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে উখিয়ার শরণার্থী ক্যাম্প থেকে কয়েকজন রোহিঙ্গা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে সাগরে মাছ ধরতে যায়। পরে গতকাল শুক্রবার দিবাগত ২টায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সীমান্ত দিয়ে তারা ফিরছিল। এ সময় রেজু-আমতলী সীমান্তের ৪০ নম্বর পিলার থেকে ১০০ গজ দূরে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে ওই কিশোরে মারা যায়।’

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০