মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। আজ বেলা ১২টার দিকে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ গণমিছিল শুরু করে তারা। হাইকমিশনে স্মারকলিপি দিতে এই গণমিছিল বের করে তারা। তবে মিছিলটি ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করলেও শান্তিনগর মোড়ে পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়।এসময় নেতাকর্মীরা সেখানেই কর্মসূচি শেষ করে। মিছিলের নেতৃত্ব দেন দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই। এরআগে সকাল ১১টায় বায়তুল মোকাররম উত্তর গেটে জড়ো হয়ে সমাবেশ করেন ইসলামী এই দলটির কয়েক সহস্রাধিক নেতাকর্মী। সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড়সহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
মহানবীকে অবমাননা ভারতীয় হাইকমিশন অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল
জুন ১৬, ২০২২ ২:২৮ অপরাহ্ণ
0 Views
1 Min Read

আরো খবর
সর্বশেষ সংবাদ
আর্কাইভ

রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২ | ৯ | ৩০ |
Add Comment