শীর্ষ সংবাদ

মলদ্বীপ থেকে সেনা সরানো নিয়ে ‘কার্যকর সমাধান’ খোঁজার চেষ্টা চলছে! মুইজ্জুর ‘আর্জি’ নিয়ে মুখ খুলল ভারত

মলদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর যে ‘আর্জি’ সে দেশের মহম্মদ মুইজ্জু সরকার করেছে, তা নিয়ে ‘কার্যকর সমাধান’ খোঁজার চেষ্টা করছে ভারত। দুই দেশের মধ্যে চলা কূটনৈতিক টানাপড়েনের মধ্যে বৃহস্পতিবার এমনটাই জানাল ভারতের বিদেশ মন্ত্রক।

মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর নেতৃত্বাধীন মলদ্বীপ সরকার ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই সময়সীমা বেধে দিয়েছে। সে দেশের সরকারের ‘আর্জি’ ১৫ মার্চের মধ্যে মলদ্বীপ থেকে সেনা সরাতে হবে ভারতকে। মুইজ্জুর সচিবালয়ের শীর্ষ আধিকারিক আবদুল্লা নাজ়িম ইব্রাহিম সম্প্রতি দেশের একটি সংবাদপত্রকে বলেছেন, “ভারতীয় সেনারা মলদ্বীপে থাকতে পারবেন না। কারণ, এটাই প্রেসিডেন্ট মুইজ্জু এবং তাঁর সরকারের সিদ্ধান্ত।” প্রসঙ্গত, এর আগেও ক্ষমতায় আসার পরে পরেই ভারতকে সেনা সরানোর আর্জি জানিয়েছিল মুইজ্জু সরকার। ২০১০ সাল থেকে একটি দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে ভারতীয় সেনা মলদ্বীপে রয়েছে। মলদ্বীপের সেনাকে যুদ্ধ সংক্রান্ত প্রশিক্ষণও দেয় তারা। পাশাপাশি মলদ্বীপের অন্তর্গত প্রত্যন্ত দ্বীপের বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা এবং চিকিৎসা উপাদান পৌঁছে দেওয়ার দায়িত্বও রয়েছে ভারতীয় সেনার কাঁধে। সেই সেনাকেই মলদ্বীপ থেকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০