যুব বিশ্বকাপের শুরুতেই ভারতকে বড় ধাক্কা দিল বাংলাদেশের যুবারা। পেসার আল ফাহাদের দারুণ বোলিংয়ে ভারতকে ২৩৮ রানেই অলআউট করে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৩৯ রান।
জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আজ বৃষ্টির কারণে টস হতে কিছুটা দেরি হয়েছিল। টস জিতে বাংলাদেশ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ম্যাচের শুরুতেই ভারতের ওপর ঝাঁপিয়ে পড়েন বোলাররা। বিশেষ করে আল ফাহাদ ছিলেন দুর্দান্ত। ইনিংসের ৩ নম্বর ওভারেই তিনি পরপর দুই বলে ভারতের অধিনায়কসহ ২ জনকে আউট করেন। এক সময় হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল। ৫৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর ভারতের বৈভব সূর্যবংশী (৭২) ও অভিজ্ঞান কুন্ডু (৮০) মিলে দলকে টেনে তোলার চেষ্টা করেন।
কিন্তু বাংলাদেশের বোলাররা তাঁদের খুব বেশিদূর যেতে দেননি। ইকবাল হোসেন ইমন সূর্যবংশীকে আউট করে জুটি ভাঙেন। শেষ দিকে ফাহাদ আরও উইকেট তুলে নিয়ে ভারতের ইনিংস ধসিয়ে দেন। একাই ৫ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন আল ফাহাদ। ফলে ভারত সব উইকেট হারিয়ে ২৩৮ রানে থেমে যায়। বাংলাদেশের সামনে এখন লক্ষ্য ২৩৯ রান। এই রান তাড়া করে জিততে পারলে বিশ্বকাপের শুরুটা হবে দারুণ এক জয় দিয়ে।










Add Comment