এম এফ এইচ রাজু , স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় পৃথক অভিযানে সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের স্বামীসহ তিন মাদক কারবারিকে ৪৭ পিচ ইয়াবাসহ আটক করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আটটার দিকে ভান্ডারিয়া-কাঠালিয়া সড়কের পৌর কাউন্সিলর হারুন-অর রশিদের বাড়ির সামনের পাকা সড়ক থেকে ইয়াবা ক্রয় বিক্রয়ের সময় গৌরীপুর ইউনিয়নের পৈকখালী বাজার সংলগ্ন ৪ নং ওয়ার্ডের মোঃ আব্দুল জলিল মীরের পুত্র মোঃ আব্বাস মীর (২৭) এবং একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের পুত্র মোঃ শাহিন খান (৩৫) কে ২২ পিচ ইয়াবাসহ আটক করে। আটকৃত আব্বাস গৌরীপুর ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মুন্নি ইসলামের স্বামী। তিনি এর আগেও মাদকসহ আটক হয়েছিলেন। আপরদিকে রাত নয়টার দিকে পৌর শহরের ১ নং ওয়ার্ডের আব্দুল মান্নান বেপারীর বাড়ির সামনের ইট সোলিং সড়ক থেকে একই ওয়ার্ডের আব্দুল হাই সিকদার দুলালের পুত্র মোঃ আমির হোসেন সোহেল (৩০) কে ২৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়।
	
	
				
	
				






 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
							 
							 
							 
							 
			 
			 
			 
			 
			

Add Comment