জাতীয়

“ভয়েস অব সিভিল রাইট্স ফাউন্ডেশন” আলোচনা সভা অনুষ্ঠিত

নবাব সালেহ আহম্মদ:

 

ভয়েস অব সিভিল রাইট্স ফাউন্ডেশন” এর উদ্যেগে আজ ০৫.১০.২০২৫ইং ঢাকার একটি অডিটোরিয়ামে “দুর্নীতিমুক্ত সমাজ ও ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গঠনে জাতীয় ঐকমত্য শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ড. মোঃ হেলাল উদ্দিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন “সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটি” এর সম্মানিত সিইও জনাব শাহীন আহমেদ খান, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার এর মহাসচিব অধ্যক্ষ মোঃ একরাম উল্লাহ ও ডা. মেহেদী হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে সবাইকে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা ও বিশ্বস্ততার গুনাবলি অর্জনের আহবান জানান। পাশাপাশি একটি শৃংঙ্খলা ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রতিও আহবান জানান। কেউ দুর্নীতিগ্রস্ত হলে তার জন্য পার্থিব শাস্তির বিধান ও দিয়েছে ইসলাম এই থেকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহবান জানান। প্রধান আলোচক শাহিন আহমেদ খান তার বক্তব্যে বলেন আগমাী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ আয়োজন করার আহবান জানান। এবং দূর্নীতি মুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সম্মানিত চেয়ারম্যান ডাঃ মারুফ শাহরিয়ার।

উক্ত আলোচনা সভা পরিচালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রহমান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংস্থার পরিচালক মোঃ ফজলুর রহমান মিরাজ, আরো উপস্থিত ছিলেন মানবাধিকার বিষয়ক উপদেষ্টা জনাব মোঃ আব্দুল আজিজ রিয়াদ, মোঃ মোশারফ হোসেন ও বিশিষ্ট মানবাধিকার নেতা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব নবাব সালেহ আহমদ,আব্দুল হান্নান, আক্তার হোসেন, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, বাকী বিল্লাহ, দেলোয়ার কাদের শরীফ, শাহিনুল হোসেন, মোজ্জাম্মেল হোসেন, আনিছুর রহমান, আবুল কালাম আজাদ, আবিদ হাসানসহ অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১