শীর্ষ সংবাদ

বেনাপোল বন্দরে মাফিয়া চক্রের কারণে যাত্রী হয়রানি হয়: নৌপরিবহন উপদেষ্টা

যশোরের বেনাপোল বন্দরে থাকা মাফিয়া চক্রের কারণে যাত্রী হয়রানি হয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বেনাপোল বন্দরে কার্গো টার্মিনাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে কার্গো টার্মিনাল উদ্বোধন করেন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন। এরপর তিনি দেড় হাজার ট্রাক ধারণক্ষমতার কার্গো টার্মিনাল ঘুরে দেখেন। পরে তিনি সাংবাদিকদের ব্রিফিং করেন।

এ সময় সাখাওয়াত হোসেন বলেন, ‘বেনাপোল বন্দরে অবব্যবস্থাপনা আছে, ছিল। এগুলো আমরা আস্তে আস্তে দূর করার চেষ্টা করছি।’ যাত্রী হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এখানে মাফিয়া চক্র আছে। তাদের কারণে যাত্রী হয়রানি হয়। যাত্রীদের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়; টাকাপয়সা নিয়ে নেওয়া হয়—এই সবই আমার জানা। আমি আশা করব, আস্তে আস্তে যেন এসব হয়রানি দূর হয়।’

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০