স্বাস্থ্য ও জন সচেতনা

বিশ্বে করোনায় মৃত্যু ১১ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ৩ হাজার ৪১৫ জন। বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯২ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে আজ সকাল নাগাদ করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ৩ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৮৫ জন।

বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ২ কোটি ৭০ লাখ ৯ হাজার ৭২৫।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮০ লাখ ৪৭ হাজার ৭৯২। মারা গেছেন ২ লাখ ১৮ হাজার ৫৫৬
করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৩ লাখ ৭০ হাজার ৪৬৮। দেশটিতে মারা গেছেন ১ লাখ ১২ হাজার ১৬১ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫২ লাখ ৩০০ । দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ২১৪ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। আর্জেন্টিনা পঞ্চম। কলম্বিয়া ষষ্ঠ। সপ্তম স্পেন। পেরু অষ্টম। নবম মেক্সিকো আর ফ্রান্স দশম।

তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০