খেলাধূলা

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি’র পরিচালক নির্বাচিত রাজ্জাক-আসিফ

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হলেন ৬ জন। ক্যাটেগরি-১ বা বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার ১০ পরিচালকের মধ্যে নির্বাচিত হয়েছেন ওই ছয় জন। তাদের মধ্যে আছে সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাকের নাম। ওয়ানডে ক্রিকেটে দেশের একসময়ের শীর্ষ উইকেট শিকারি সাবেক এই স্পিনার ক’দিন আগেও ছিলেন জাতীয় নির্বাচক। সেই দায়িত্ব ছেড়ে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে নির্বাচনে আসেন তিনি। পরিচালক হয়ে গেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার জুলফিকার আলী খানও। খুলনায় এই দু’জন ছাড়া আর কোনো প্রার্থী নেই।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১