স্বাস্থ্য ও জন সচেতনা

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, কলকাতা তৃতীয়

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। কলকাতা খুব পিছিয়ে নেই। এর অবস্থান তিন নম্বরে। বায়ুদূষণ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়াল যে তথ্য প্রকাশ করেছে তাতে ক্রমপর্যায়টা এরকম- ঢাকা, লাহোর, কলকাতা ও দিল্লি। রবিবার রাত সাতটা বাইশ মিনিটে নেয়া তথ্য থেকে দেখা যায়, ঢাকার বাতাসে এপিএম-২৫ ধুলিকনা সব থেকে বেশি।

এই ধুলিকনা ফুসফুসের সব থেকে ক্ষতি করে। প্রতি ঘনমিটারে ঢাকায় এই ধুলিকনার উপস্থিতি সব থেকে বেশি। এর আগে ২০২০ সালে সুইজরল্যান্ডের একটি সংস্থা গোটা বিশ্বে একটা সমীক্ষা চালিয়েছিল।

তাতে ভারত ও বাংলাদেশ দূষণের নিরিখে পাশাপাশি অবস্থান করেছিল। দূষণ দু দেশেই খুব তীব্র ছিল।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭