জাতীয়

বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিনের ইন্তেকাল

নবাব সাহেল আহমেদ, স্টাফ রিপোর্টার::

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও মাদরাসা ই আলিয়ার সাবেক প্রিন্সিপাল মাওলানা সালাহউদ্দিন (৮৭) আজ বৃহস্পতিবার বিকেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন। বিকেলে ধানমন্ডির ঝিগাতলাস্থ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত ল্যাব এইড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।

বার্ধক্যজনিত কারণে প্রায় চার বছর যাবত জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করার সক্ষমতা ছিল না। তিনি ১৯৪৪ সালে নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া হাজবাদী গ্রামে জন্ম গ্রহণ করেন। বিগত তত্বাবধায়ক সরকারের আইন ও ধর্ম বিষয়ক উপদেষ্টা ও সাবেক এটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের অনুমোদনে ২০০৮ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে মাওলানা সালাহ উদ্দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব লাভ করেন এবং ২০০৯ সালের ১ জানুয়ারী তিনি বায়তুল মোকাররমের খতিব হিসেবে কর্মস্থলে যোগদান করেন। মরহুম মাওলানা সালাহ উদ্দিনের নামাজে জানাজার সময় পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে।

মরহুম খতিব মাওলানা সালাহ উদ্দিনের ইন্তেকালে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর চেয়ারম্যান এডভোকেট ড. মোঃ জিয়াউর রহমান, নির্বাহী প্রধান আলহাজ্ব লায়ন ড, মোঃ মোজাহেদুল ইসলাম , যুগ্ম মহাসচিব নবাব সালেহ আহমদ, এমএম মিজানুর রহমান, রেজাউল করিম সাগর,  গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করেছেন।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০