মানবাধিকার

বালিয়াকান্দি ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন- BBDA কর্তৃক ৫ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পিং

রিপোর্টার:মো:পলাশ

বালিয়াকান্দি ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন- BBDA কর্তৃক ৫ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পিং এবং ফ্রী মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়

রাজবাড়ী জেলা, বালিয়াকান্দি উপজেলার কিছু তরুণ তরুণী ও এসএম খসরুল ইসলাম ইকবাল এডমিন ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর উদ্যোগে গঠন করা হয় বালিয়াকান্দি ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন-BBDA এর,,, যাদের অক্লান্ত পরিশ্রমে দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের রোগীদের সেচ্ছায় ব্লাড দিয়ে আসতেছে,,। তাদের মূল মন্ত্র “রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি ” এরই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় @বালিয়াকান্দি ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প করা হচ্ছে,,।

আজ বাওনারা বাজারে অনুষ্ঠিত হয় ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পিং এবং মাস্ক বিতরণ কর্মসূচি

ইক্ত কর্মসূতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ গোলাম রহমান মিঞা
( অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ হান্নান সভাপতি উপজেলা আওয়ামী বালিয়াকান্দি ও প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ রাজবাড়ী
, বিশেষ অতিথি , বসির আহম্মেদ মিনু সভাপতি ইসলাপুর ইউনিয়ন আওয়ামী লীগ
মোঃ ফারুক মন্ডল সাধারণ সম্পাদক ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ
মোঃ রফিকুজ্জাম বাবুল প্রধান শিক্ষক বাওনারা উচ্চ বিদ্যালয়
ইমরুল হাসান সুমন, সাবেক সাধারণ সম্পাদক ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগ,
আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব এর প্রতিষ্ঠাতা সৃতি আক্তার মোঃ পাভেল রহমান,, এবং বালিয়াকান্দি ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা এস এম খাইরুল ইসলাম ইকবাল
সহ প্রতিষ্ঠাতা শাকিল আহমেদ ও প্রতিষ্ঠাতা সদস্য রাজিব হোসেন নিরব
মতিউর রহমান রাজিব মাহমুদ আশিক
শারমিন, কথা খান,নদিয়া
,সাগর, আলহাজ্ব, আলিকনুর,ইবনে রনি
উপস্থিত ছিলেন সূর্যতরি ব্লাড ডোনাস ক্লাব এর সভাপতি সাধারণ সম্পাদক সদস্য গন
@বালিয়াকান্দি ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন
প্রাই ২শতাধিক লোকের উপস্থিতি তে প্রোগ্রাম সফল করা হয়েছে।
সকল কে ধন্যবাদ জানিয়ে এস এম খাসরুল ইসলাম ইকবাল , এর সভাপতিত্বে ক্যাম্পিং সমাপ্তি ঘোষণা করা হয়।

(ব্লাড পেতে ও দিতে নিম্নের ফেসবুক পেইজ গ্রুপে যোগাযোগ করেন
ফেসবুক পেইজ গ্রুপঃ বালিয়াকান্দি ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন-BBDA)

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০