বাঘের আক্রমণের শিকার হয়ে প্রাণরক্ষায় জনবসতিপূর্ণ এলাকায় চলে এসেছে সুন্দরবনের একটি মায়াবী হরিণ। আহত হরিণটিকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে আবার সুন্দরবনে ছেড়ে দিয়েছে বন বিভাগ। বাঘের আক্রমণের শিকার হয়ে আহত হরিণটি সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন সংলগ্ন ঘাগরামারীর জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ে।
পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আহত হরিণটি উদ্ধার করে বন বিভাগ। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, বাঘের আক্রমণের শিকার হয়েছিলো হরিণটি। গলায় বাঘের কামড়ের কারণে ক্ষত সৃষ্টি হয়ে পঁচন ধরেছিলো। তিনি জানান, পরে হরিণটিকে উদ্ধার করে করমজল প্রজনন কেন্দ্রে এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আবার দুপুরে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছে।
Add Comment