শীর্ষ সংবাদ

বাগেরহাটে ভ্রাম্যমান আদালতের ২৬ জনকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি.


বাগেরহাটে স্বাস্থ্য বিধি ও সার্বিক লকডাউনের নিষেধাজ্ঞা না মানায় ২৬ জনকে ৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (০২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোজাহারুল ইসলাম ও রোহানা সরকার পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোজাহারুল ইসলাম বলেন, সরকার সারা দেশ ব্যাপি যে লকডাউন দিয়েছে তা বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করছে। লকডাউনের দ্বিতীয় দিনে বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছি। যারা বিনাকারণে বাইরে এসেছে এবং নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রেখেছে। তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি।হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনও করেছি আমরা।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১