মানবাধিকার

বরিশাল বিভাগে নতুন উদ্যোমে সিএইচআরএম-এর কার্যক্রম শুরু

মিশারুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-সিএইচআরএম বরিশাল বিভাগের কার্যক্রম নতুন উদ্যোমে অগ্রযাত্রা শুরু হয়েছে। সংস্থার নির্বাচিত সিনিয়র যুগ্ম মহাসচিব, ইজাব টিভির চেয়ারম্যান সাংবাদিক এম.এম. মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বরিশাল বিভাগের প্রধান সমন্বয়কারী এম.মোস্তফিজুর রহমান এবং নব দায়িত্বপ্রাপ্ত তুখোঁর সংগঠক শেখ মোঃ সাইফুল ইসলামের তড়িৎ কমৃকান্ডে বরিশাল বিভাগের পিরোজপুর জেলা, পটুয়াখালী জেলা, বরগুনা জেলা এবং বরিশাল জেলায় প্রতিটি থানা এবং পৌরসভারসমূহে পুরাতন এবং নতুন সদস্যদের সমন্বয় কমিটি গঠনের ব্যাপক কার্যক্রম শুরু হয়েছে।

ইতোমধ্যে বিভিন্ন থানায় কর্মরত সংস্থার সদস্যগণ কেন্দ্রীয় দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ শুরু করেছেন। সংস্থার কার্যক্রমে সংক্রান্ত বিষয়ে মুঠো ফোনে সংস্থার নির্বাচিত সিনিয়র যুগ্ম মহাসচিব, ইজাব টিভির চেয়ারম্যান সাংবাদিক এম.এম. মিজানুর রহমান বলেন-আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর সারা দেশে কার্যক্রম সংক্রান্ত বিষয়ে ঠিক যেমন ভাবে কাজ শুরু করছি অনুরূপভাবে বরিশাল বিভাগের বিষয়ে আমার সজাক দৃষ্টি রয়েছে। আশা করছি খুব শিঘ্রই সংস্থার চেয়ারম্যান ড. মো: জিয়াউর রহমানসহ সকলের উপস্থিতিতে বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

সিনিয়র যুগ্ম মহাসচিব সাংবাদিক এম.এম. মিজানুর আরো জানান-খুলনা, রাজশাহী, সিলেট, কুমিল্লা বিভাগের কার্যক্রম এবং সদস্যদের আইডি কার্ড নবায়ন সংক্রান্ত বিষয়ে বার্ষিক সাধারণ সভার পর ব্যাপক কার্যক্রম শুরু হবে। অতি সাম্প্রতিকালে একটি অসহায় পরিবারের পক্ষে দৃঢ় অবস্থান সংগঠনের ভিত্তিকে জানান দিতে সক্ষম হয়েছে। সুতরাং যেখানে মানবাধিকার লংঘন, সেখানে আমরা। অতীতে সংস্থার সকল কর্মী মাঠে ছিল, এখনও আছে। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করেনা প্রকৃত মানবাধিকার কর্মীদের থামাতে পারে না।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০