মানবাধিকার

ঘরে বসে টিভিতে দেখে-বন্যার্তদের অবস্থান পরিমাপ করতে পারবেন না-সিএইচআরএম

ইয়াসিন চৌধুরী :: স্টাফ রিপোর্টার ::

মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট ত্রান কার্যক্রমের অংশগ্রহণ করেছে অনেকে। ঢাকায় ফিরে একটি ফেসবুকের পোষ্ট সত্যি হৃদয় কেড়েছে। ফেসবকের সে পোস্টটি হুবহু তুলে ধরলাম। 

https://www.facebook.com/share/p/iyVntYa7x851bfJ1/?mibextid=qi2Omg

‘‘ঘরে বসে টিভিতে দেখে আপনি কখনো বন্যার্তদের অবস্থান পরিমাপ করতে পারবেন না। কাছ থেকে না দেখলে এদের দূর্দশা দূর্গতি বুঝতে পারা সত্যি কঠিন……। আমরা লক্ষ্মীপুর সদরের কয়েকটি স্থানে আমাদের সাধ্য অনুযায়ী উপহার সামগ্রী পৌঁছে দেবার চেষ্টা করেছি মাত্র……..।

সেখানে প্রধান সড়ক ছাড়া প্রায় সকল সড়কগুলোই পানির নিচে। তলিয়ে গেছে বাড়ি ঘর, ক্ষেত, খামার, গাছ পালা। পানিতে তলিয়ে আছে কবরস্থান। আমরা গাড়ি নিয়ে প্রায় আড়াই, তিন কি:মি পানির রাস্তায় গিয়েছিলাম ( মানে যতটুকু যাওয়া সম্ভব হয়েছে) সেখান থেকে স্থানীয়দের মাধ্যমে নৌকা করে উপহার সামগ্রী দূর্গতদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে। আজ কতোগুলো দিন…. মানুষগুলো পানি বন্দী, মহিলা, শিশু ও বয়োবৃদ্ধদের কষ্ট অবর্ননীয়। আমরা যেখানে একটা ভালো ওয়াশরুমে যাবার জন্য এক হোটেল থেকে অন্য হোটেল ঘুরে বেড়াই, সেখানে বন্যার্ত মহিলাদের কথা চিন্তা করলে, মাথা নষ্ট হয়ে যাবার উপক্রম। সন্ধ্যার পরে..তো আরো ভয়ংকর অবস্থা,……. বিদ্যুৎ বিহীন অন্ধকার পথঘাট, আছে নানা পোকা মাকড় ও সাপের ভয়। আমাদের মনে হচ্ছিল কতো ক্ষনে এখান থেকে বের হবো…. …! ফেরার পথে ( মহাসড়কে উঠার পর) প্রচন্ড বৃষ্টিতে পরতে হয়েছিল আমাদের, সেই সাথে গাড়িতে পানি ঢুকে যাওয়ায় গাড়িটাও নষ্ট হয়ে যায়। মাঝ পথে গাড়ি নষ্ট,……. সাথে প্রচন্ড বৃষ্টি …. দোয়া দরুন পড়তে পড়তে গলা শুকিয়ে কাঠ…….. সেই সাথে এটাও মনে হচ্ছিল এ বৃষ্টি বন্যার্তদের দূর্ভোগ আরো কতটা না জানি বাড়িয়ে দিলো…….. মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা আমরা সুস্থ ভাবে ঢাকায় পৌঁছাতে পেরেছি। সংগঠনের সকলের জন্যে (যারা গিয়েছেন যারা যেতে পারেননি) মনের অন্তস্থল থেকে দোয়া ও ধন্যবাদ। আপনাদের সকলের অবদান অনস্বীকার্য।

সেই সাথে বন্যার্তদের জন্য অনেক দোয়া রইল, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেন তাদের অতি দ্রুত এ বিপদ কাটিয়ে উঠার তৌফিক দিন।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০