
ফুরফুরা শরীফের পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকীর ইন্তেকাল
 
			
	
	
				
			
	
নিজেস্ব সংবাদদাতা : 
সুলতানুল ওয়েজিন ফুরফুরার ছোটহুজুর (রহ:)-এর বড় সাহেবজাদা ফুরফুরা শরীফের অন্যতম বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা মুহাম্মদ কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলায়হি_রাজিউন। অদ্য ০৮.০৯.২০২০ রাত ১ টা ৩০ মিনিট বাংলা, ভারত এবং আসামের লক্ষ লক্ষ খলিফা, ভক্ত, মুরীদ, মুতাকাদ্দিন কাঁদিয়ে আল্লাহর দিদার লাভের জন্য চিরদিনের জন্য বিদায় নিয়েছেন।
শরীয়তের হাদী, মুফতী, আলেমে দ্বীন, আশেকে রাসুল পীরে কামেল শাহসুফী আল্লামা পীর আল্লামা মুহাম্মদ কালিমুল্লাহ সিদ্দিকী (রহ:) হায়াতে জিন্দেগীতে ৭৯ বৎসর ছিলেন।

			







 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
			 
			 
			 
			 
			

Add Comment