আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে সফররত মার্কিন প্রতিনিধি দল। একই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। একই ইস্যুতে প্রতিনিধি পৃথক বৈঠক করেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গেও। উভয় বৈঠকে গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যু। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক, অ্যান্ডু হেরাপ এবং ঢাকার মার্কিন দূতাবাসের হেড অব মিশন ট্রেসি অ্যান জ্যাকবসন। প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া বৈঠকেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। মার্কিন প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে সমর্থন পুনর্ব্যাক্ত করেন। এ সময় মার্কিন প্রতিনিধি দল ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন এবং বিষয়টির অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা

Add Comment