জাতীয়

পাগলা মসজিদের সিন্দুক খুলে ২৭ বস্তা টাকা ও বিপুল স্বর্ণালংকার, চলছে গণনা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৯টি দানসিন্দুক ও একটি বড় স্টিলের ট্রাংক ৪ মাস ১০ দিন পর খুলে ২৭ বস্তা টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সিন্দুক খুলে শুরু হয় গণনার কাজ।

৭ ঘণ্টার হিসাবে পাওয়া গেল ৫ কোটি ২০ লাখ টাকা, গণনা চলবে রাত পর্যন্ত

জেলা শহরের নরসুন্দা নদীতীরে অবস্থিত ঐতিহাসিক এই মসজিদে আছে ৯টি লোহার দানসিন্দুক। তবে এবার রোজা ও ঈদের কারণে সিন্দুকগুলো আগেই পূর্ণ হয়ে যাওয়ায় সপ্তাহ দুয়েক আগে দুটি সিন্দুকের সমান আকারের আরও একটি স্টিলের ট্রাংক যোগ করা হয়।

 কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীতীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ
কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীতীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদছবি: তাফসিলুল আজিজ

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত তিন থেকে সাড়ে তিন মাস পরপর দানসিন্দুক খুললেও এবার পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে কিছুটা দেরিতে, অর্থাৎ ৪ মাস ১০ দিন পর খোলা হয়েছে। তাই এবার সর্বোচ্চ ২৭ বস্তা টাকা পাওয়া গেছে। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর খোলা হয়েছিল দানবাক্সগুলো। তখন ২৩ বস্তার মধ্যে ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকাসহ বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল। বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য মানুষ টাকা ছাড়াও পাগলা মসজিদে নিয়মিত হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন বলে জানায় মসজিদ কর্তৃপক্ষ।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০