শীর্ষ সংবাদ

নির্বাচিত সরকারই মানুষের সমস্যা সমাধান করতে পারে: তারেক রহমান

নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মূল সমস্যাকে সমাধান করতে হলে অবশ্যই নির্বাচিত সরকার প্রয়োজন। মানুষের নির্বাচিত সরকারই মানুষের সমস্যা সমাধান করতে পারবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ঢাকা-১৭ আসনের ভাসানটেক বিআরপি মাঠে বিএনপির নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, সারা দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চায়। তারা চায় সুশাসন প্রতিষ্ঠা হোক, নিরাপত্তা নিশ্চিত হোক এবং শিক্ষার্থীরা যথাযথ শিক্ষার সুযোগ পাক। দেশের বহু মানুষ কর্মসংস্থানের অভাবে বিদেশে গেলেও দক্ষতার অভাবে তারা কাক্সিক্ষত সুযোগ পায় না। বিএনপি সরকার গঠন করতে পারলে প্রশিক্ষণের মাধ্যমে জনগণকে দক্ষ করে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।আমরা তাদের ট্রিইনিং দিয়ে দক্ষ করে তুলবো যেন তারা এদেশেই কর্মসংস্থান পায়৷  এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হলে গনতন্ত্রের যাত্রা শুরু করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে  প্রত্যেক মা ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ড পাবে। যুব সমাজের চাকরি সমস্যা সারা বাংলাদেশের। বিএনপি সরকার গঠন করলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন নারীকে মাসে ২০০০-২৫০০ টাকা দিব। তাই ফ্যামলি কার্ড পেতে হলে সারা বাংলদেশে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে। এই এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি। আমরা  সরকার গঠন সক্ষম হলে বস্তিবাসীদের পুনর্বাসনসহ সকল সমস্যা সমাধান করবো।

ক্রীড়া ক্ষাতকে উন্নয়ন করা হবে জানিয়ে তিনি বলেন, ক্রীড়া ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে চাই, যেন তারা প্রফেশনাল খেলোয়াড় হতে পারে। খেলা দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে। গণতন্ত্র প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের উন্নয়ন ও পুননির্মাণ করতে হলে  গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের কাছে এলাকাবাসী তাদের সমস্যা তুলে ধরতে পারে।

শুধু সংসদে নয়  একই সঙ্গে পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সকল জায়গায় জনপ্রতিনিধি থাকতে হবে। সব জায়গায় জবাবদিহিতা থাকতে হবে। জানতে হবে জনগণের সমস্যা কি। বক্তব্যের একপর্যায়ে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন। এসময় তিনি খুজে  নিরপেক্ষ গার্মেন্টস শ্রমিক, ছাত্র, স্টেজে আনেন। দলের অনেকে আসতে চাইলেও তিনি বলেন দলের কেউ আসতে পারবেন না। তিনি তাদের কাছে জানতে চান এই এলাকার কি কি উন্নয়ন করতে হবে।

সরজমিনে দেখা যায়, বিকেল থেকেই ভাসানটেক বিআরপি মাঠ ও আশপাশের সড়কে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেন। জনসভায় অংশগ্রহণকারী নারী নেতাকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। জনসভাকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মী মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এবার আল্লাহ তাকে এমন একটি সুযোগ দিয়েছেন, যেখানে তিনি এমন একজন প্রার্থীকে ভোট দিতে পারবেন, যিনি নির্বাচিত হলে দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদী স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে অবস্থান করলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে অব্যাহতভাবে কথা বলে গিয়েছেম। ‘সবার জন্য বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে তিনি দেশবাসীকে একটি সঠিক পথ দেখাচ্ছেন।

তিনি অভিযোগ করে বলেন, একজন প্রার্থী বলেছেন সব ব্যবস্থা হয়েছে ঢাকার একটি আসন ও দেয়া হবে না। কে নির্বাচিত হবেন সেটার ফয়সালা ভোটাররা করবেন। বিএনপি ১৯৯১ সালে এ ঢাকা মহানগরের সব আসনে বিজয় হয়েছিল। এরকম রেকর্ড কারো নেই। অথচ আমরা এমন কথা বলি না। যারা এ কথা বলেছেন তিনি অহংকার প্রকাশ করেছেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট দেয়ার আগে একটি কথা খেয়াল রাখবেন, একটা রাষ্ট্র পরিচালনা অনেক বড় কাজ। যার এই কাজ করার অভিজ্ঞতা নেই, তাকে কি এই দায়িত্ব দেয়া যায়?  বিএনপি ছাড়া আর কারো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। এসময় উপস্থিত ছিলেন, তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ঢাকা-১৫ আসনের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবকদলের সভাপতি শেখ ফরিদ হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ভাসানটেক থানা বিএনপির আহবায়ক কাদির মাহমুদসহ প্রমুখ।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১