মিশারুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
না ফেরার দেশে চলে গেলেন সিএইচআরএমের শ্রদ্ধেয় মামা বীরমুক্তিযোদ্ধা শেখ শহীদুল্লাহ। জাতির এ সুর্য সন্তান বাগেরহাট জেলার রামপাল থানায় গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বিশিষ্ট সমাজসেবক, কর্মবীর, ক্রীড়া সংগঠন, মানবাধিকার ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা শেখ শহীদুল্লাহ সবাইকে কাঁদিয়ে চিরদিনের জন্য পরপারে পাড়ি দিলেন। ইন্নালিল্লাহে অইন্না ইলাহে রাজেউন। মৃতুকালে মরহুম ১(এক) স্ত্রী এবং ১(এক) পুত্র সন্তান রেখে যান।
সদালাপী, মিষ্টভাষী বীরমুক্তিযোদ্ধা শেখ শহীদুল্লাহ মামা মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রািইট্স মুভমেন্ট-এর সকলের মামা ছিলেন। তিনি সংস্থার দুঃদিনে, বিপদকালীন সময়ে সংস্থার কল্যাণে সাহসী ভূমিকা নিয়ে ছিলেন। তিনি সর্বাবস্থায় সংস্থার আইডি ব্যবহার করতেন। সংস্থার কল্যাণে নতুন নতুন পরিকল্পনা করাই ছিল তাঁর কাজ। বীরমুক্তিযোদ্ধা শেখ শহীদুল্লাহ মামা সংস্থার সকল প্রোগ্রামে অংশ গ্রহণ করতেন। আল্লাহ তাকে বেহেস্তের উচ্চ মাকাম দান করুন।
সংস্থার চেযারম্যান, নির্বাহী প্রধান, মহাসচিব, সহ-সভাপতি, মহাসচিব ও সকল স্তরের সদস্যগণ গভীর শোক ও মরহুমের পরিবারের সকলের প্রতি সমবদনা জানিয়েছেন। এছাড়াও অন্যান্য যারা শোক জানিয়েছেন-সংস্থার ফেলো সদস্য এডভোকেট শেখ তাহসিন আলী, আইআরআরএইচএফ-এর ভাইস চেয়ারম্যান এডভোকেট কাজী মিজান, ইজাব টিভির চেয়ারম্যান এম.এম.মিজানুর রহমান, সংস্থার ফেলো সদস্য মোঃ আনোয়ার হোসেন, এসএম সিব্বির আহমেদ প্রমূখ।
Add Comment