সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীকে রাজধানীর কুর্মিটোলায় গণধর্ষণ ও ন্যাক্কারজনক হেনেস্তার এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অদ্য ০৭.০১.২০২০ আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংস্থার নির্বাহী প্রধান আলহাজ্ব ড. মোঃ মোজাহেদুল ইসলাম মুজাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংস্থার চেয়ারম্যান ড. মোঃ জিয়াউর রহমান, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার মহাসচিব মোঃ আব্দুল শামীম সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান-এএসএম মাহফুজার রহমান হেলাল, বাবু শীতল কৃষœ পাল, আফরোজা সুলতানা, মোনালিসা মুন্নী, জাহাঙ্গীর হোসেন লাভলু, সংস্থার ফেলো সদস্য এস এম শিব্বীর আহমেদ, মোঃ আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন মোল্লা, নারী নেত্রী আঞ্জুমান আরা ত্বনী, মোঃ আমজাদ হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ রেজাউল করিম সাগর, এম. এম. মিজানুর রহমান, নবাব সালেহ আহমেদ, মোঃ মোজাম্মেল হক নাঈম, কেন্দ্রীয় নেতা মোঃ কামরুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল পারভেজ, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা হোসেন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক চাষী. রাজিয়া সুলতানা স্মৃতি, দপ্তর সম্পাদক মোঃ মিশারুল ইসলাম, আইটি সম্পাদক মোঃ ঈসরাফিল হোসেন, সাবিনা সুলতানা মুন্নী প্রমূখ।
প্রধান অতিথির বক্তেব্যে বলেন-তনু হত্যার বিচারের বানী নিভৃতে কাঁদছে। নুসরাত হত্যার বিচার হয়েছে কিন্তু ধর্ষণের বিচারের ক্ষেত্রে সরকারের উদাসীনতা ও বিচার না পাওয়ার কারণে সমাজে কুলাংগার ধর্ষকরা দাপিয়ে বেড়াচ্ছে। আমরা ধর্ষকদের দৃষ্ঠান্তমূলক শাস্তি মৃত্যুদন্ত দাবী করছি।
ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন-সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট

Add Comment