দুর্ঘটনার কবলে পড়েছে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। বুধবার কেরালার প্রামাদমে রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রেসিডেন্টকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। এই অবস্থায় বেসামাল হয়ে পড়ে উড়ানটি। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ ও দমকল। দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।
কর্মকর্তাদের মতে, নবনির্মিত হেলিপ্যাডটি শেষ মুহূর্তে বেছে নেওয়া হয়েছিল এবং যেহেতু কংক্রিট সম্পূর্ণরূপে সেট করা হয়নি, তাই এটি হেলিকপ্টারের ওজন সহ্য করতে পারেনি। জেলার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শেষ মুহূর্তে হেলিকপ্টারটি অবতরণের জন্য স্টেডিয়ামটিকেই বেছে নেওয়া হয়েছিল এবং মঙ্গলবার রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল।
৪ দিনের কেরালা সফরে গেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি। তখনই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তাদের মতে, হেলিকপ্টারটি অবতরণের কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের পৃষ্ঠ আংশিকভাবে ভেঙে পড়ে। প্রথমে পাম্বার কাছে নীলাক্কালে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে এটি প্রামাদমে অবতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়া হয়।
ভিডিওতে দেখা গেছে উপস্থিত দমকল ও পুলিশ কর্মীরা হাত দিয়ে ঠেলে বিপজ্জনক স্থান থেকে কপ্টারটি সরিয়ে নিয়ে যাচ্ছেন। প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ঈশ্বরকে ধন্যবাদ। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু বুধবার সকালে কেরালা সফরে গিয়ে একটি বড় দুর্ঘটনা এড়াতে পেরেছেন। তার দীর্ঘ ও সুস্থ জীবন প্রার্থনা করি।
Add Comment