আন্তর্জাতিক

তৃতীয বিমানে যুক্তরাষ্ট্র থেকে এলো ১১২ জন অবৈধ ভারতীয় অভিবাসী

শনিবার রাতে দ্বিতীয় দফায় ১১৬ জন ভারতীয় ফেরত আসার ২৪ ঘন্টার ব্যবধানে রোববার আরও ১১২ জন অবৈধ ভারতীয় আভিবাসী নিয়ে তৃতীয় মার্কিন বিমান এসে পৌঁছেছে ভারতে। রোববার রাত ১০টা নাগাদ অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরে নেমেছে মার্কিন বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান।
সংবাদ সংস্থা সূত্রে খবর, এবারের ১১২ জন অবৈধ অধিবাসীর মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন হরিয়ানার বাসিন্দা। হরিয়ানার ৪৪ জন, গুজরাতের ৩৩ জন এবং পঞ্জাবের ৩১ জন রয়েছেন ওই তালিকায়। এ ছাড়া উত্তরপ্রদেশের দু’জন, উত্তরাখণ্ডের একজন এবং হিমাচল প্রদেশের একজন বাসিন্দা রয়েছেন। আগের দুই দফায় ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের মধ্যে বেশিরভাগই ছিলেন পঞ্জাবের বাসিন্দা। এ বারের তালিকাতেও পঞ্জাবের বাসিন্দা অবৈধ অভিবাসীদের উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে। তবে হরিয়ানা এবং গুজরাতের বাসিন্দাদের সংখ্যা আরও বেশি। মোট তিন দফায় ৩৩২ জনকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র। অনুমান করা হচ্ছে আগামী সপ্তাহে আরও কয়েক দফায় অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হবে।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭