স্টাফ রিপোর্টার ::
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে বাংলাদেশে আসবেন তিনি। ঢাকায় অবস্থানকালে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। আয়োজকরা জানায়, পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন হানিয়া আমির।
সম্প্রতি এসেছে প্রতিষ্ঠানটির নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবে হানিয়ার বাংলাদেশ সফর। সফরকালে তিনি বেশ কয়েকটি ইভেন্টে অংশ নেবেন। অল্প সময়েই টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় তারকা। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়-সব ক্ষেত্রেই তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে। এদিকে ‘সর্দারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে হানিয়ার। ছবিটি পাকিস্তানেও সাফল্য পেয়েছে। এই সিনেমায় নূর চরিত্র অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। বাংলাদেশেও রয়েছে তার ভক্ত। অনেকেই তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
Add Comment