দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে বাংলাদেশ শিবিরে যোগ দিয়েছেন স্পিন কোচ মুশতাক আহমেদ। আগামী ২১শে অক্টোবর টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হবে টাইগাররা।
আজ সিরিজকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছে নাজমুল হোসেন শান্তর দল। চুক্তি অনুযায়ী সব সিরিজে থাকবেন না মুশতাক। ফলে ভারত সফরে তাকে পায়নি টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকছেন এই পাকিস্তানি স্পিন বোলিং কোচ।
এদিন মাঠে ঢোকার পর বাংলাদেশের নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গে লম্বা সময় আলোচনা করতে দেখা যায় মুশতাককে। এরপর নেট বোলিংয়ে স্পিনারদের নিয়ে কাজ শুরু করেন তিনি।
Add Comment