পরিবেশ ও সুন্দরবন

জাতীয় মানবাধিকার ফেরিওয়ালা পদক পেলেন নবাব সালেহ আহমেদ

মানসুর/এনামুল হক, স্টাফ রিপোর্টার ::

অতি সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের নিয়ে জাতীয় প্রশিক্ষণ কর্মশালা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার ফেরিওয়ালা পদক পেলেন নবাব সালেহ আহমেদ । ত্যাগী মানবাধিকার কর্মী নবাব সালেহ আহমেদ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট (সিএইআরএম)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। 

শুক্রবার ৭ অক্টোবর ২০২২ জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট (সিএইআরএম)র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আব্দুস সালাম মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর সিনিয়র আইনজীবী দুদকের প্রধান কুশলী জনাব এডভোকেট খুরশেদ আলম খাঁন, প্রধান আলোচক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোস্তফা কামাল, ত্রিপুরার সাংবাদিক  মুরশিদ আলী। অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান ডক্টর মোঃ জিয়াউর রহমান, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোটের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন সংস্থার নির্বাহী প্রধান আলহাজ্ব লায়ন ডক্টর মোজাহেদুল ইসলাম মুজাহিদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবাধিকার ও নারী বিষয়ক গবেষক ডক্টর প্রমীলা জেসমিন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী নেতা এডভোকেট শেখ তাহসিন আলী, বাড্ডা ল কলেজের অধ্যক্ষ এডভোকেট আবুল কালাম স্বাধীন, ব্যারিস্টার কাজী রহমান মানিক , সংস্থার ফেলো সদস্য অবসরপ্রাপ্ত সরকারী কর্মকতা এসএম শিব্বির আহমেদ, কথা সাহিত্যিক মোনালিসা মুন্নী, জাহাঙ্গীর হোসেন লাভলু, এডভোকেট লায়ন কাজী মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ মিজানুর রহমান, মানবাধিকার ফেরিওয়ালা নবাব সালেহ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়িক খন্দকার জাহিদ, আলহাজ্ব সায়েদুল আলম সাঈদ, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী মোহাম্মদ ইসলাম, সাংবসদিক রাজিয়া সুলতানা ম্মৃতি,  মোজাম্উমল হক নাঈম, গিয়াস দ্দিন সম্মাট, সাংবাদিক শওকত হোসেন সৈকত, আবিবকর সিদ্দিক পলাশ, জিসান আহমেদ সেলিম, সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হোসেন আহমদ, ঢাকা দক্ষিণের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এ কে এম কামরুজ্জামান, ঢাকা উত্তরের জয়েন্ট সেক্রেটারি জান্নাতুল মাওয়া  সাহানা সহ দেশের বিভিন্ন জেলার  ৯৬জন মানবাধিকার কর্মী ও সাংবাদিবৃন্দ।

প্রধান অতিথি বিচারপতি আব্দুস সালাম মামুন বলেন-আইন সকলে জানেন এটাই বিবেচ্য-আপনাদের কার্যক্রম, আপনার চেষ্টাকে আমি সাধুবাদ জানাই। অনুষ্ঠানের বিশে অতিথি আন্তর্জাতিক এ মানবাধিকার প্রতিষ্ঠানের কার্যক্রম, অগ্রগতি ও মানুষের জন্য কাজ করার দৃষ্ঠান্তকে জাতির কল্যানে আসবে নিঃসন্দেহে। তিনি বলেন-প্রয়োজনে আপনাদের কাজে আমি সক্রিয় সহযোগিতার জন্য প্রস্তুত থাকব।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোচক, ভারতের আগরতলার বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর  মোস্তফা কামাল বলেন-আন্তর্জাতিক মানবাধিকার সম্মূন্নত রাখতে প্রতিবাসী দেশ সমূহের কাছে আহবান জানান। তিনি বলেন-মুসলিম, হিন্দু, বৌদ্ধ বলে ভেদাভেদ নেই-মানবাধিকার সকলের জন্য সমান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর প্রমীলা জেসমিন বলেন-মানুষ সৃষ্টির সেরা জীব, নারী-পূরুষের সম্মান বিষয়ে বলেন-নারী-পূরুষ একে অপরের পোষাক স্বরূপ। মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে  অবদান রাখায় সারাদেশের  সেরা এবং মেধাবী মানবাধিকার কর্মীদের কে পদক দেয়া হয়।।।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০