প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার শপথগ্রহণের পর ইতিমধ্যেই কয়েক ডজন নির্বাহী আদেশে সই করেছেন তিনি। যার মধ্যে একটি ছিল প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার স্বাক্ষর।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার অর্থ হচ্ছে-ইরান, লিবিয়া ও ইয়েমেনসহ যেসকল দেশ চুক্তিটির বিরোধীতা করেছে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেসকল দেশের কাতারে নিয়ে গিয়েছেন। মূলত যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাস উত্তোলণে প্যারিস জলবায়ু চুক্তিকে কোনো বাধা হিসেবে দেখতে চান না ট্রাম্প। এজন্য এ থেকে বেরিয়ে আসতে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, প্যারিস জলবায়ু চুক্তির মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার অঙ্গীকার করা হয়।










Add Comment