সিএইচআরএম ডেক্স : মোবাইল চুরির বিষয়ে বাগেরহাট জেলার রামপাল থানায় জিডি করার কারণে স্থানীয় সোনাতুনিয়া গ্রামের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী মানবাধিকার নেতা রেজাউল করিম সাগরসহ কয়েকজনের উপর হামলা চালিয়েছে। বিশ্বস্তসূত্রে বরাতে জানা যায় ২৬.০৬.২০২০ইং তারিখে সোনাতুনিয়া গ্রামের ইঞ্জিনিয়র শারমিন সুলতানার ব্যবহৃত মোবাইল চুরি হওয়ার প্রেক্ষিতে রামপাল থানায় একটি নিয়মিত জিডি হয়। চুরি এবং চুরির বিষয়ে মদদ পোষনকারী সন্ত্রাসীগণ অর্তকিতভাবে খুনের মামলার আসামী মোঃ ওয়ালিয়ার রহমানেগং-এর নেতৃত্ব নিরীহ গ্রামবাসির উপর আক্রমণ চালায়। হামলায় মারাত্মকভাবে জখম ও আঘাতপ্রাপ্ত হয়েছেন সোনাতুনিয়া গ্রামের মোঃ শেখ মিলন, মোঃ শিমুল এবং মানবাধিকার নেতা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট-এর নির্বাচিত যুগ্ম মহাচিব রেজাউল করিম সাগর। উল্লেখ্য ইঞ্জিনিয়র শারমিন সুলতানা রূমার পিতা সমাজসেবক শেখ আতিয়ার রহমানের হত্যার আসামী সন্ত্রাসী ওয়ালিউর রহমানগং।

মানবাধিকার নেতা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট-এর নির্বাচিত যুগ্ম মহাচিব রেজাউল করিম সাগরসহ অন্যান্য নিরীহ মানুষের উপর হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন-সংস্থার চেয়ারম্যান প্রখ্যাত আইনজীবী ড. মোঃ জিয়াউর রহমান, সংস্থার নির্বাহী প্রধান আলহাজ্ব ড. মোঃ মোজাহেদুল ইসলাম, মহাসচিব আব্দুল শামীম সেরনিয়াবাত, সংস্থার ফেলো সদস্য ইঞ্জিনিয়র এ.কেএম. কামরুজ্জামান, যুগ্ম মহাসচিব নবাব সালেহ আহমেদ, নারী নেত্রী আঞ্জুমান আরা তন্নী, সাংবাদিক রাজিয়া সুলতানা স্মৃতি, ইজাব টিভির চেয়ারম্যান এম.এম. মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ড. আব্দুল মালেক গাজী, এডভোকেট আবুল কালাম আযাদ স্বাধীন প্রমূখ।

Add Comment