জাতীয়

গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তি দাবি হেফাজতের

স্টাফ রিপোর্টার:

সারাদেশে গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তি দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।  শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে কত দিস্তা বাংলাদেশের ও তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের শীর্ষ তিনে আলেম আল্লামা শাহ আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতি আব্দুস সালাম চাটগামী রহমতুল্লাহর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল এ দাবি জানান তারা।

হেফাজত নেতারা বলেন, সরকার আমাদের অনুরোধে অনেক আলেম ওলামাকে মুক্তি দিয়েছে। এজন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই। আমরা অনুরোধ করবো যারা এখনো জেলার মধ্যে আছে তাদেরকে মুক্তি দেয়া হোক। আমরা আশা করব সরকার আমাদের অনুরোধ রক্ষা করবে।

লিখিত বক্তব্যে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, যাদের স্মরণে আজকের এই আয়োজন তারা সকলেই ছিল আমার অত্যন্ত কাছের মানুষ। হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শাহ আহমদ শফী ছিলেন বাংলাদেশের আলেম সমাজের অভিভাবক। তিনি নাস্তিক বাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের আলেম সমাজের মধ্যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে।

হেফাজতের সদ্যপ্রয়াত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্মৃতিচারণ করতে গিয়ে হেফাজত আমীর বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী একজন প্রসিদ্ধ শাইখুল হাদিস, লেখক ও সংগঠক ছিলেন। তিনি হেফাজতের আন্দোলনের শুরু থেকে মাঠে নেতৃত্ব দিয়েছেন।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১