তথ্য ও প্রযুক্তি

গাজায় একদিনে ইসরাইলের ২১ সেনা নিহত

একদিনে গাজার কেন্দ্রীয় এলাকায় নিহত হয়েছে ইসরাইলের ২১ সেনা সদস্য। ৭ই অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরাইলের এত বেশি সেনা একসঙ্গে মারা যাওয়ার খবর শোনা যায়নি। সেই হিসেবে এটাই ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় ক্ষতি। ইসরাইলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) মুখপাত্র রিয়ার এডমিরাল ডানিয়েল হাগারি বলেছেন, সোমবার গাজায় একটি ঘটনায় ২১ সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনা ঘটেছে কিসুফিম সম্প্রদায়ের সীমান্ত এলাকার কাছাকাছি। এ নিয়ে গাজা যুদ্ধে নিহত ইসরাইলি সেনার সংখ্যা দাঁড়ালো ২০৬। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরাইল।

   

এতে বলা হয়, ওই মুখপাত্র আরও বলেছেন, সীমান্ত এলাকা থেকে প্রায় ৬০০ মিটার ভিতরে অভিযান চালাচ্ছিল সেনারা। সেখানে তারা গাজার যোদ্ধাগোষ্ঠী হামাসের অবকাঠামো এবং স্থাপনা ধ্বংস করছিল। এর মাধ্যমে সেখানে তারা একটি বাফার জোন প্রতিষ্ঠার চেষ্টা করছিল, যাতে ইসরাইলি বাসিন্দারা তাদের ঘরে ফিরতে পারেন। ডানিয়েল হাগারি বলেন, আমরা যতদূর জানতে পেরেছি স্থানীয় সময় সোমবার বিকাল ৪টার দিকে সেনাদেরকে নিরাপত্তা দিচ্ছিল একটি ট্যাংক।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০