স্টাফ রিপোর্টার, ইসরাত সুলতানা বেহেস্তী::
দীর্ঘ ২ বৎসর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগেরহাট জেলার রামপাল থানার বর্নি-ছায়রাবাদস্থিত খানকায়-ই-সিদ্দিকীয়া কমপ্লেক্স-এ ২দিন ব্যাপী দ্বীনি মাহফিল। দক্ষিণ খুলনার শেষ্ট্র শিক্ষক, ফুরফুরা শরীফের খলিফা পীরে কামেল শাহসুফী হযরত মাওলানা আব্দুল খালেক (রহঃ)-কর্তৃক প্রতিষ্টিত এ দ্বীনি প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পীরে কামেল আল্লামা শাহসূফী হযরত মাওলানা মুফতী সাইফুল্লাহ সিদ্দিকী-আল-কোরায়েশী, ফুরফুরা শরীফ (ভারত)। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত থাকবেন মিডিয়া ব্যিক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন ড. হযরত মুফতী মাওলানা কাজী আবুবকর সিদ্দিক নেছারী।
অত্র দ্বীনি মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশখ্যাত আইনজীবী, বহু আইনগ্রন্থের প্রনেতা আলহাজ্ব লায়ন ড. গাজী সিরাজুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর ঢাকা দক্ষিণের প্রেসিডেন্ট মানবাধিকার ব্যক্তিত্ব, সমাজসেবক ইঞ্জিনিয়র এ.কেেএম. কামরুজ্জামান, বাগেরহাট জেলার শ্রেষ্ট দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হযরত মাওলানা শেখ মোঃ খলিলুর রহমান, (শাহসূফী হযরত মাওলানা আব্দুল খালেক (রহঃ)-ছাট জামাতা), এছাড়াও স্থানীয় জন প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।
দেশে ভয়াবহ কোভিড-১৯ করোনা পেন্ডামিকের কারণে খোলা ময়দানের পরিবর্তে মসজিদ, মাদরাসা ও খানকা সংলগ্ন এলাকায় কঠোর সামাজিক সুরক্ষা দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানসমূহ পরিচালিত হবে। সভায় সমভাপতিত্ব করবেন খানকা-ই-সিদ্দিকীয়া কমপ্লেক্স-এর মোতায়ালী আলহাজ্ব ড. মোঃ মোজাহেদুল ইসলাম মুজাহিদ, অনুষ্ঠান পরিচালনায় থাকবেন আলহাজ্ব হযরত কাজী হেমায়েতুল ইসলাম, পরিচালক, খানকা-ই-সিদ্দিকীয়া কমপ্লেক্স।
Add Comment