মানবাধিকার

কালামপুরে অটো চালকদের উপর হামলা

শওকত হোসেন সৈকত ধামরাই প্রতিনিধি,
ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড টু বাজার রোডে চলাচলকারী অটোরিকশা, হ্যালো বাইক মালিক সমিতির কাছ থেকে প্রতিদিন জনপ্রতি ৫০ টাকা করে চাঁদা দাবির অভিযোগে অটো চালকদের সাথে কালামপুর যুবক সমিতির সংঘর্ষের অভিযোগ উঠেছে। সরজমিন জানাযায় অটোরিকশা চালকদের কাছে কালামপুর যুকব সমিতির পক্ষ থেকে জনপ্রতি ৫০ টাকা করে চাঁদা দাবি করা হয় অন্যথায় যুবক সমিতির পক্ষে বহিরাগত ১০/১২ অটোরিকশা এ রোডে ভর্তির দাবি করা হয়।পরে টাকার বিনিময়ে বহিরাগত ৯/১০ জন অটোরিকশা চালক নিয়ে কালামপুর স্ট্যান্ডে লাইনে ঢোকাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়,এতে উভয় পক্ষই আহত হয়, এ বিষয় একই দিনে ধামরাই থানায় দুই গ্রুপে পাল্টা পাল্টি অভিযোগ করেছে।
এ বিষয়ে কালামপুর বাস স্ট্যান্ড অটো চালক সমিতির সভাপতি মোঃ সাগর আলী বলেন যুবক সমিতি আমাদের কাছে দির্ঘদিন ধরে তাদের ক্লাব চালানোর জন্য চাঁদা চেয়ে আসছিলো, আমরা চাঁদা দিতে অস্বিকার করায় বুধবার সকালে তাদের দলবল নিয়ে আমাদের উপর আক্রমন করে।

অপর দিকে কালামপুর যুবক সমিতি সভাপতি মোঃ আরিফ হোসেন চাঁদা দাবির বিষয় টি মিথ্য ও বানোয়াট বলে দাবি করে বলেন,আমরা তাদের সাথে নতুন চালকদের সিএনজি চালানোর ব্যাপারে কথা বলেতে গিয়েছিলাম,কিন্তু তারা আমাদের উপর পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালায়,এতে আমাদের সমিতির কিছু সদস্য গুরুতর রক্তক্ষয় জখম হয়। আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা বলেন মারামারির ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি, পরে উভয় পক্ষের সম্মতিক্রমে তাদের লোক জন নিয়ে থানায় বসে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। যাতে তারা আর এ ধরনের ঘটনা না ঘটায় এবং চালকদের বলা হয়েছে তাদের কাছে কেউ চাঁদা দাবি করিলে কাওকে চাঁদা না দিয়ে যেনো থানায় বিষয়টি জানানো হয়।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১