ব্যবসা বানিজ্য

কর রেয়াত, বিনিয়োগ ও আর্থিক সুরক্ষা একসঙ্গে পাওয়া কি সম্ভব

কর রেয়াতের জন্য সঞ্চয়পত্র ছাড়া আর কোনো নিরাপদ বিনিয়োগ খাত আছে কি না, এ প্রশ্ন থাকে অনেকেরই। হ্যাঁ, আছে। এ রকমই একটি নিরাপদ খাত হচ্ছে জীবন বিমা বা লাইফ ইনস্যুরেন্স। বিমায় বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়ার সঙ্গে মিলতে পারে ভালো রিটার্ন এবং ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আর্থিক সুরক্ষা। তাই বলা যায়, জীবন বিমা হলো ‘একের মধ্যে তিন’।

সঞ্চয়পত্রে একক বিনিয়োগের সীমা সর্বোচ্চ ৫০ লাখ টাকা। কিন্তু বিমায় বিনিয়োগের সীমা নেই। অর্থাৎ আপনি আপনার বিনিয়োগযোগ্য আয়ের পুরোটাই বিনিয়োগ করতে পারবেন জীবন বিমায়।

কর রেয়াত পাওয়ার জন্য জীবন বিমা নিতে হবে ৩০ জুনের মধ্যে। কর রেয়াত সীমার পুরো সুযোগ নেওয়ার জন্য বিমার প্রিমিয়াম প্রদানের ধরন বার্ষিক করা ভালো, যেখানে আপনি পুরো বছরের প্রিমিয়াম একবারে দিয়ে দিতে পারবেন। কারণ কর রেয়াতের জন্য জীবন বিমার ক্ষেত্রে বর্তমান অর্থবছরে প্রদত্ত প্রিমিয়াম এবং জীবন বিমার ফেস ভ্যালুর ১০ শতাংশর মধ্যে যেটি কম, সেটি জাতীয় রাজস্ব বোর্ড অনুমোদিত বিনিয়োগ হিসেবে গণ্য হবে, যা কর রেয়াতের আওতায় পড়বে।

মেটলাইফের ইনস্যুরেন্স পলিসি একটি ভালো বিনিয়োগ খাত, যেখানে আপনি পাবেন কর রেয়াত, ভালো রিটার্ন, সঞ্চয় ও আর্থিক সুরক্ষা।

মেটলাইফ বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং আর্থিকভাবে শক্তিশালী (‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং দ্বারা নির্ধারিত) একটি আন্তর্জাতিক জীবন বিমা কোম্পানি। ১৯৫২ সাল থেকে মেটলাইফ এ দেশে ব্যবসা পরিচালনা করছে এবং টেকসই আর্থিক সক্ষমতার কারণেই মেটলাইফের বিমাদাবি পাওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ২০২১ সালে মেটলাইফ গ্রাহকদের বিমাদাবি হিসেবে নিষ্পত্তি করছে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা এবং গত পাঁচ বছরে বিমাদাবি নিষ্পত্তির পরিমাণ ৬ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশে ১০ লাখের বেশি মানুষ রয়েছেন মেটলাইফের বিমার আওতায়।

বিমার টাকা বা ক্লেইমস পাওয়ার প্রয়োজন হতে পারে যেকোনো সময়ই। তাই বর্তমান ও ভবিষ্যতের আর্থিক প্রতিশ্রুতি পরিশোধের জন্য মেটলাইফ বিচক্ষণতা ও দূরদর্শিতার সঙ্গে শক্তিশালী বিনিয়োগ পোর্টফোলিও পরিচালনা করে। ফলে গ্রাহকেরা তাঁদের বিমার আর্থিক সুবিধা বা টাকা পাওয়ার ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন

তাই কর রেয়াতের জন্য দেরি না করে নিয়ে নিতে পারেন আপনার পছন্দমতো মেটলাইফ পলিসি। আপনার আর্থিক প্রয়োজন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে মেটলাইফের বেশ কিছু পলিসি আছে, যেমন আপনার সন্তানের জন্য শিক্ষা বিমা, গুরুতর রোগের (যেমন ক্যানসার, স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনি রোগসহ ৫২টি রোগ) জন্য বিমা, অবসরের জন্য বিমা বা সঞ্চয়কেন্দ্রিক বিমা পলিসি।

ইনস্যুরেন্সের কর রেয়াত সম্পর্কে জানতে বা পলিসি কিনতে কল করুন ১৬৩৪৪ নম্বরে বা ভিজিট করুন (http://www.metlife.com.bd/contact-us) ওয়েবসাইট

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১