জাতীয়

কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকার কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনে আজ শুক্রবার ভোরে কাজ করার সময় পা ফসকে নিচে পড়ে মো. নাঈম ইসলাম (২০) নামে এক শ্রমিক মারা গেছেন।

মো. নাঈম ইসলাম কমলাপুরে থাকতেন। তাঁর বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জের পানিয়াল পুকুরে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাঈমের সহকর্মী নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভোর পাঁচটার দিকে কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের বিম মাপার সময় পা পিছলে ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন নাঈম। পরে সেখান থেকে নাঈমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১