জাতীয়

ঐতিহ্যবাহী বর্ণি-ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৬ সালের কৃর্তি ছাত্র মোঃ জাবের আলী মীর এখন মৃত্যুর পথযাত্রী

রামপাল, বাগেরহাট  (বর্ণি) :  ঐতিহ্যবাহী বর্ণি-ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৬ সালের কৃর্তি ছাত্র ও খুলনার ক্রীড়াঙ্গনের অন্যতম পরিচিত মুখ মোঃ জাবের আলী মীর এখন মৃত্যুর পথযাত্রী। মাঠে তার দাপুটে অবস্থান সকলকে আলোড়িত করতো। ক্রীড়াঙ্গনে তার প্রথম যাত্রা হয় রেফারি হিসেবে। পরবর্তীতে ক্রিকেটের জনপ্রিয়তা উচ্চতায় গেলে তিনি আম্পায়ার হিসেবে নিজেকে প্রতিষ্টিত করে। ফুটবলের রেফারি আর ক্রিকেটের আম্পায়ার হিসেবে সমান্তরালে মাঠ করেছেন শাসন। ফুটবলের রেফারি হিসেবে তিনি ছুটেছেন গোটা মাঠ জুড়ে। যা এক অনন্য দৃষ্টান্ত। তার সহকর্মীরাও স্বীকার করতেন জাবের আলীর সক্ষমতা অনেক বেশি। এরপর আম্পায়ার হিসেবে প্রখর রৌদ্রে তার ঘণ্টার পর ঘণ্টা অবস্থান এবং ক্লান্ত না হওয়া নিয়েও সহকর্মীদের কাছে ছিলেন ঈর্ষনীয়। জাবের আলী নব্বইয়ের দশকের মধ্যভাগে রেফারি হিসেবে খুলনার ক্রীড়াঙ্গনে যাত্রা শুরু করেন। ইংরেজিতে মাস্টার্স করা জাবের আলী ইংরেজিতে খুবই পারদর্শী।
কিন্তু মাত্র কয়েক মাস আগে সামান্য অসুস্থাতা নিয়ে চিকিৎসকের কাছে গেলে একের পর এক টেস্ট শুরু হয় এবং জানা যায় তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। দ্রুত চিকিৎসা শুরু হলেও সেটি আর উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খুলনা বিশেষায়িত হাসপাতালে দুই মাস চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বাসায় রয়েছেন সপ্তাহে দুই থেকে তিন দিন তাকে করতে হচ্ছে কিডনি ডায়ালোসিস। তার সঙ্গে উচ্চ মূল্যের ওষুধ লাগছে প্রতিদিন।
ব্যক্তিগত জীবনে জাবের আলী মীর খুলনার মেট্রোপলিটন পুলিশ লাইন স্কুল, খুলনা পাবিলিক কলেজে শিক্ষকতা করেছেন। তার আগে তিনি খুলনার সাউথ হেরাল্ড ইংলিশ মিডিয়াম স্কুল ও রোজডেল ইংলিশ স্কুলে ইংরেজির শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। পরবর্তীতে তিনি স্কুলের চাকুরি ছেড়ে বাসাবাড়িতে প্রাইভেট টিচার হিসেবে ছাত্র-ছাত্রীদের পড়াতেন। যে কারণে তিনি খুলনার অনেক সম্ভ্রান্ত পরিবারের মাঝে তিনি জাবের আলী স্যার হিসেবে পরিচিত। ব্যয়বহুল চিকিৎসার ভারে নিজের গচ্ছিত টাকা এবং জমি-জায়গা সবকিছু বিক্রি করে দিয়ে এখন সর্বশান্ত হয়ে পড়েছেন। তার অনেক সহকর্মীরা এগিয়ে আসলে অর্থ খরচ হওয়ায় তার বেঁচে থাকার নিশ্চয়তা নেই। তিনি তার ব্যবহৃত ০১৭১১-০৬৫৫৪০ বিকাশ নম্বরে আর্থিক সহায়তার জন্য সমাজের বিত্তবান ও দানশীলদের কাছে নিবেদন করেছেন।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১