স্টাফ রিপোর্টার, মোঃ ঈসরাফিল হোসেন আকন ::
আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট-এর যুগ্ম মহাসচিব জনাব নবাব সালেহ আহম্মদ সার্বক্ষণিক রাজপথের একজন মানবিক লড়াকু সৈনিক। জীবনের সবটুকু সময় যিনি মানব কল্যাণে ব্যয় করে চলেছেন। সকলের প্রিয় মানুষটি সম্প্রতি একটি মানবিক প্রতিষ্ঠান-Save The street People Foundation (SSP) গঠন করেছেন।
নবাব সালেহ আহমদ পেশায় একজন ব্যবসায়িক হলেও সার্বক্ষক্ষিণ চিন্নমূল মানুষের কল্যাণে পাশে ছিলেন আগামীতে আরো বেশী মানুষের জন্য কাজ করার তাগিদে এ মানবিক প্রতিষ্ঠান গঠন করেছেন। তিনি সকলের কাজে দোয়া প্রার্থনা করেছেন।
Add Comment