শীর্ষ সংবাদ

‘এই ট্রফি সারা দেশের মানুষের ’

অনলাইন ডেস্ক ::

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা দেশের জনগণকে উৎসর্গ করেছেন সাবিনা খাতুন। শিরোপা নিয়ে দেশে ফেরার অপেক্ষায় থাকা সাবিনা ম্যাচের পর তীব্র উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, এই ট্রফি সারা দেশের, সারা দেশের মানুষের। ভালো লাগছে যে ট্রফিটা নিয়ে যেতে পারছি।
তিনি বলেন, দীর্ঘ ১২-১৩ বছরের অপেক্ষা শেষ হয়েছে। দেশবাসী দোয়া করছিল এবং গত রাতে (রোববার) আমি দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আমাকে ট্যাগ করেছিল এবং বলছিল ট্রফিটা ঘরে নিয়ে আসার জন্য।
তার জীবনে এটাই সবচেয়ে সেরা দিন উল্লেখ করে বাংলাদেশ দলের এই অধিনায়ক বলেন, আমরা ফেয়ার প্লে ট্রফি জিতেছি। আমি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ও আসরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছি। শিরোপা জেতার পাশাপাশি এটা আমার জন্য অনেক বড় অর্জন। আমি মনে করি, এটা আমার জীবনের সেরা দিন।


কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালায় সোমবার নতুন ইতিহাস গড়েছে লাল-সবুজের মেয়েরা। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো আঞ্চলিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তারা। জোড়া গোল আসে কৃষ্ণা রানি সরকারের পা থেকে। অন্য গোলটি করেন বদলি নামা শামসুন্নাহার জুনিয়র।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০