‘১৮ জুলাই বিকেল ৫টার দিকে ঢাকার মিরপুরে ১০ নম্বরের গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হয় সে (শেখ শাহরিয়ার বিন মতিন)। ডান চোখের পাশ দিয়ে গুলি ঢুকে তার মস্তিষ্ক ছেদ হয়ে যায়। তখন আমি গ্রামের বাড়িতে। ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবরে ঢাকা মেডিকেল কলেজে পৌঁছাতে রাত প্রায় একটা বেজে যায়। পথে পথে অনেক বাধা পেরিয়ে ছেলের কাছে গেলেও তাকে জীবিত ফেরাতে পারিনি।’ একটানা কথাগুলো বলেই শিশুর মতো কাঁদতে শুরু করেন শাহরিয়ারের বাবা মোহাম্মদ আবদুল মতিন।
গতকাল শুক্রবার বিকেলে শাহরিয়ারের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন উত্তরপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, শাহরিয়ারের বাবাকে সান্ত্বনা দিতে এসেছেন কয়েকজন বন্ধু। সেখানে বাড়ির আঙিনায় কথা হয় আবদুল মতিনের সঙ্গে।










Add Comment