০৮-১০-২০২০,
১৮:৫৭
আন্তর্জাতিক বাজারে সোনার দাম উর্ধমুখী
উত্থান পতনের মধ্য দিয়েই চলছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম। করোনার কারণে যখন গোটা দুনিয়ায় ব্যবসা বাণিজ্যের স্থিতাবস্থা অথবা অবনতি তখন সোনার বাজারে চলছে নাটকীয়তা। কখনো উত্থান কখনো পতনের মধ্য দিয়ে চলছে দরদাম।
আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনা গত ৫ অক্টোবর ৪ অক্টোবরের চেয়ে ১২ দশমিক ৩৪ ডলার বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯১৩ ডলারে দাঁড়ায়। ৬ অক্টোবর ৩৭ ডলার কমে দাঁড়ায় ১ হাজার ৮৭৬ ডলার। ৭ অক্টোবর ১২ ডলার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ হাজার ৮৮৬ ডলার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আন্তর্জাতিক বাজারে সোনার দর আগের দিনের চেয়ে ১১ ডলার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় ১ হাজার ৯শ’ ডলারে। এ দর বৃদ্ধি অব্যাহত রয়েছে।
এদিকে দেশের বাজারে, সবশেষ চলতি বছরের ২৪ সেপ্টেম্বর নির্ধারিত দাম অনুযায়ী দেশের বাজারে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬২ হাজার ১১১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি ৫১ হাজার ৭৮৮ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে সোনার দর অব্যাহতভাবে বৃদ্ধি পেলেও কমেনি চাহিদা। নানা অর্থনৈতিক জটিলতার মধ্যে দিয়ে প্রতিদিনই বাড়ছে গ্রাহক পর্যায়ে সোনার চাহিদা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন সোনার প্রচুর চাহিদা। বর্তমানে দেশের বাজারের ১৫ থেকে ২০ টন সোনার চাহিদা রয়েছে বলেও জানান তারা।
Add Comment